বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:২১, ১৭ নভেম্বর ২০২৫
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত
ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত কর্মক্ষেত্র- সবখানেই ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়ার জন্যই পরিচিত বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বাণিজ্যিক সফলতার চেয়ে তিনি বরাবরই গুরুত্ব দেন কাজের প্রতি সততা, নৈতিকতা ও নিজের মূল্যবোধকে। তার সাম্প্রতিক সিদ্ধান্তগুলোও সে কথা আরও স্পষ্ট করে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজ কেরিয়ারের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের পেছনের ভাবনা খুলে বলেন দীপিকা।
তিনি জানিয়েছেন, শুরু থেকেই তিনি নিজের আদর্শের সঙ্গে আপস করেননি। তার ভাষায়, ‘টাকার জন্য নিজেকে কোনোদিন বিলিয়ে দিইনি।’
দীপিকা বলেন, কেরিয়ারের বিভিন্ন সময়ে বহু লোভনীয় প্রস্তাব এসেছে। মোটা অঙ্কের পারিশ্রমিক প্রলোভন দেখিয়েছে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু তিনি কখনোই এমন কোন চরিত্রে অভিনয় করেননি, যেখানে তার উপস্থিতি অনর্থক বা গল্পে যার কোন ওজন নেই।
বলিউডের মতো তীব্র প্রতিযোগিতার ইন্ডাস্ট্রিতে, যেখানে একটি তারকার মূল্য নির্ধারিত হয় পারিশ্রমিকের পরিমাণে, সেখানে কেরিয়ারের শুরুর দিকেই এমন দৃঢ় সিদ্ধান্ত নেওয়া ছিল কঠিন। দীপিকাও মানছেন—তার এই আত্মবিশ্বাস প্রথম থেকেই ছিল না। তবে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এসব কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহসও এসেছে।
অভিজ্ঞতাকেই জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘অভিজ্ঞতা ছিল বলেই অনেক সিদ্ধান্ত সহজ হয়ে গেছে।’