চার বছর আগেও যা অকল্পনীয় ছিল, আজ সেটাই ঘটেছে। নয়াদিল্লির লাল গালিচায় আফগান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির পদচারণা- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন যুগের সূচক। যে গোষ্ঠীকে এক সময় ভারত ‘পাকিস্তানের প্রক্সি’ বলে অবজ্ঞা করত, এখন তাদেরই জন্য উষ্ণ অভ্যর্থনা, সরকারি বৈঠক, এমনকি দিল্লির দেওবন্দ সফরের অনুমোদন- কূটনৈতিক ইতিহাসে এই পরিবর্তন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।