ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ঢাকায় আন্দোলনে আহত মতলবের শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১৮:১৮, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৭, ১৬ নভেম্বর ২০২৫

ঢাকায় আন্দোলনে আহত মতলবের শিক্ষিকার মৃত্যু

ছবি: ডেইলি দর্পণ

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবির আন্দোলনে আহত ফাতেমা আক্তার নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষক নেতারা ও ওই শিক্ষিকার স্বজনরা।

রোববার (১৬ নভেম্বর) সকালে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিক্ষিকা ফাতেমা আক্তার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের সুরুজ মোল্লার মেয়ে।

নিহত শিক্ষকের স্বামী ডি. এম. সোলেমান জানান, ‘মহাসমাবেশে সাউন্ড গ্রেনেডে শিক্ষিকা ফাতেমা আক্তার আহত হলে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। আজ রোববার (১৬ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ১০ম গ্রেডের মর্যাদা দেওয়াসহ ৩ দফা দাবিতে অনুষ্ঠিত মহাসমাবেশে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার মিরপুর অলক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খাইরুন নাহার লিপি ও মো. আবুল কাসেম বলেন, ১০ম গ্রেডের সমাবেশে গ্রেনেড সাউন্ডের কারণে ওইদিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর মিরপুর অলক হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল ১০টায় তিনি মারা যান।

এ সম্পর্কিত খবর