ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

৬ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন

ফারুক হোসেন

প্রকাশ: ২০:৪৮, ২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পরে ড. জালাল উদ্দিন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রয়াত চেয়ারপারসনের কবর জিয়ারত করেন।

ড. মুহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় ড. জালাল উদ্দিন বলেন, “ম্যাডামের জন্য দোয়া করতে এসেছি। আল্লাহ তাআলা উনাকে বেহেশত নসিব করুন। এটা দুঃখজনক যে, সব স্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া যায়, কিন্তু খালেদা জিয়ার এই মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। কারণ তাকে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছিল, চিকিৎসা বঞ্চিত রাখা হয়েছিল এবং এমন পরিস্থিতিতে রাখা হয়েছিল যেন তিনি বাঁচতে না পারেন।”

তিনি আরও বলেন, “এই যন্ত্রণার মধ্যেও তিনি দেশের মানুষের জন্য সব কিছু সহ্য করেছিলেন। তাঁরই ত্যাগ ও আন্দোলনের কারণে আজ বাংলাদেশ গণতন্ত্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। শুধু দুঃখের বিষয়, তিনি এই গণতন্ত্রের সুফল দেখতে পারেননি।”

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজারুল ইসলাম মুকুল, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগির সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনুসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।