চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:২২, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৩, ৮ ডিসেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার মডেল টাউনসংলগ্ন দীঘিরপাড়ে বিএনপি প্রার্থীর পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে আবেগঘন এক ঘটনা ঘটেছে। ওই বৈঠকে সত্তরোর্ধ বয়সী মমতাজ বেগম তার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ বিএনপির প্রার্থীকে অনুদান হিসেবে তুলে দেন।
স্থানীয় সূত্র জানায়, বহুদিন ধরে তিলে তিলে জমানো ১০ ও ২০ টাকার নোটের বান্ডিল চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে তুলে দেন বৃদ্ধা মমতাজ বেগম। নির্বাচনি কাজে ব্যয়ের জন্য তিনি এ অর্থ প্রদান করেন।
ঘটনার সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আবেগের সৃষ্টি হয়। বৃদ্ধা মমতাজ বেগমের এই আত্মত্যাগ ও আন্তরিকতা অনেককে আপ্লুত করে তোলে।
অশ্রুসিক্ত কণ্ঠে মমতাজ বেগম বলেন, ‘দীর্ঘ কষ্টে জমানো এই টাকাগুলো এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগলে তার সঞ্চয় সার্থক হবে। তিনি প্রার্থীর কাছে এলাকাবাসীর পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন।’
টাকা গ্রহণকালে শেখ ফরিদ আহমেদ মানিক মমতাজ বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি আজীবন জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন এবং ন্যায়, উন্নয়ন ও সেবার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।’
স্থানীয় বাসিন্দা হানিফ পাঠান বলেন, ‘সাধারণ মানুষের বিশ্বাস ও প্রত্যাশাই একজন জনপ্রতিনিধির প্রকৃত শক্তি। একজন বৃদ্ধার কষ্টার্জিত সঞ্চয় প্রার্থীর হাতে তুলে দেওয়ার ঘটনাটি মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন।’
এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।