নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২১, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:২৭, ৩ ডিসেম্বর ২০২৫
ছবি: ডেইলি দর্পণ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলামিন বাবলুর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মিরপুর-১ এর গোলারটেক মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি ছাত্রদল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা।
মাদ্রাসাটির শতাধিক শিক্ষার্থী ও এতিমরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের পরে হাফেজ ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. আলামিন বাবলু। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের জন্য, গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রামের এক অনুপ্রেরণা। তার সুস্থতা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের প্রয়োজনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।’
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশনায় গত ১ ডিসেম্বর ২০২৫ দেশব্যাপী সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার অংশ হিসেবে আজকের কোরআন খতম ও দোয়া মাহফিল এবং এতিম ও হাফেজদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।