ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

৬ মাঘ ১৪৩২

ঘনিয়ারপাড়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

মতলব উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২১:২১, ২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২২, ২ জানুয়ারি ২০২৬

ঘনিয়ারপাড়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌর ৫ ও ৬ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ এশার উপজেলার ঘনিয়ারপাড়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান ছেংগারচর পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি হাবিব প্রধান, যুবদলের সাধারণ সম্পাদক শিপন কাজি, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আক্তার খান, ছাত্রদল নেতা ইমন মোল্লা, সুজন রুদ্রসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর