নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৫, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৫, ১৮ নভেম্বর ২০২৫
কালীগঞ্জে সাবেক মেয়র মাহাবুবার রহমানের জানাজায় জনতার ঢল।ছবি: সংগৃহীত
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক পৌর মেয়র ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মাহাবুবার রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ। তিনি মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

এ সময় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বক্তারা বলেন, আলহাজ্ব মাহাবুবার রহমান ছিলেন এলাকার একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যার অবদান কালীগঞ্জবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সভাপতিমণ্ডলী সকলের উদ্দেশ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।