ফারুক হোসেন
প্রকাশ: ১৯:৫৪, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৫৬, ১৪ অক্টোবর ২০২৫
ফারুক হোসেন
প্রকাশ: ১৯:৫৪, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৫৬, ১৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আহমেদ। ছবি- সংগৃহীত
অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অফ বাংলাদেশ (এপিবি)-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আহমেদ।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের (ইসি) চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ডা. আছিয়া খানম। কমিশনের অন্য সদস্য ছিলেন অধ্যাপক ডা. মো. রফিকুল আলম, আর অধ্যাপক ডা. এ. কে. এম. মতিউর রহমান ভূঞা দায়িত্ব পালন করেছেন সদস্য সচিব হিসেবে।
এ কমিশনের তত্ত্বাবধানে এপিবির ২০২৫-২০২৭ মেয়াদের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অধ্যাপক ডা. শামীম আহমেদ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃতিসন্তান। তিনি চাঁদপুর জেলা বিএনপির কার্যকরী কমিটির সহ-সভাপতি। ডা. শামীম চাঁদপুর-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী। তিনি এলাকায় দলীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন।