ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৪, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩৫, ১৩ অক্টোবর ২০২৫

আক্কেলপুরে নিম্নমানের বীজ আলুর বিক্রির অভিযোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৪, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩৫, ১৩ অক্টোবর ২০২৫

আক্কেলপুরে নিম্নমানের বীজ আলুর বিক্রির অভিযোগ

ছবি- ডেইলি দর্পণ

জয়পুরহাটের আক্কেলপুরে দেদারছে অনুমোদনহীন নিম্নমানের বীজ আলু বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে বাজার মনিটরিংয়ে নামে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) পৌর শহরের কলেজ বাজারে বেশ কয়েকটি বীজ আলুর ডিলার ও খুচরা ব্যবসায়ীর ঘরে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী। এসময় তিনি অনুমোদনহীন নিম্নমানের বীজ আলু থাকার সত্যতা পান। পরে তিনি সাত জন বীজ আলু ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করেন।

এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন ও আক্কেলপুর থানার এএসআই রাকিবুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী বলেন, ‘আক্কেলপুর কলেজ বাজারে অনুমোদনহীন বীজ আলু ক্রয় করে অসাধুভাবে কৃষকদের কাছে বিক্রি করার অভিযোগে আমরা বাজারে অভিযান পরিচালনা করেছি। সাত ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং অনুমোদনহীন নিম্নমানের বীজ আলু জনসমক্ষে বস্তা কেটে খাবার আলু হিসেবে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ব্যবসায়ী নির্দেশ মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন