বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:০৪, ১৩ অক্টোবর ২০২৫
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:০৪, ১৩ অক্টোবর ২০২৫
দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত
দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা আল্লু অর্জুন আসছেন পরিচালক অ্যাটলির নতুন একটি বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্রে। এ ছবির জন্য তিনি পাচ্ছেন ১৭৫ কোটি টাকা পারিশ্রমিক। জানা গেছে, এতে তিনি একাধিক চরিত্রে অভিনয় করবেন এবং ছবির গল্পে থাকবে নানা ধরনের নাটকীয়তা ও রূপান্তর। এ পরিমাণ পারিশ্রমিক তাকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের কাতারে নিয়ে যাচ্ছে।
সূত্র জানায়, ‘এএ২২ বাই এ৬’ নামে অভিহিত এই প্রকল্পের সামগ্রিক ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে চিত্রের দৃষ্টিনন্দন কারিগরি নির্মাণ, বিশেষ চিত্রপ্রযুক্তি ব্যবহারে ব্যয় হবে প্রায় ২৬০ কোটি টাকা। পরিচালক, অভিনেত্রী, ও আন্তর্জাতিক মানের কলাকুশলীদের পারিশ্রমিক ও প্রযোজনা ব্যয়ে নির্ধারিত হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।
আল্লু অর্জুনের সর্বশেষ চলচ্চিত্র ‘পুষ্প: দ্য রুল’-এর বাজেট ছিল ৫৫০ কোটি টাকার বেশি। সেই তুলনায় এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলোর একটি। বিশেষ করে প্যান-ভারত দর্শকদের কথা মাথায় রেখে এমন বড় বাজেটের পরিকল্পনা করা হয়েছে। ‘পুষ্প’ সিরিজের দেশজুড়ে সাফল্যের পর আল্লু অর্জুন এখন তেলেগু ভাষার বাইরেও বিশাল ভক্তবর্গ তৈরি করেছেন।
এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম শোনা যাচ্ছে। যদি তা সত্যি হয়, তবে এটাই হবে তাদের প্রথম এক সঙ্গে অভিনয়। দর্শকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে এই জুটি।
চলচ্চিত্রটির সুর ও আবহসংগীত তৈরি করবেন সাই অভয়ঙ্কর। তার সুরে থাকবে মিষ্টি ধ্বনি আর মনোমুগ্ধকর আবহ তৈরি করার পরিকল্পনা। এছাড়াও, ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর জন্য দেশের ও বিদেশের কয়েকজন শীর্ষস্থানীয় অভিনেত্রীদের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে।
এ প্রকল্পের মাধ্যমে তামিল এক বৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন আল্লু অর্জুন। এর আগে তিনি দিল রাজু, মিথ্রি মুভি মেকার্স, ডিভিভি দান্যা, অশ্বিনী দত্ত ও নিজের ঘরানার প্রযোজক আল্লু অরবিন্দের সঙ্গে কাজ করেছেন।
সূত্র বলছে, ‘অ্যাটলির গল্প বলার ভঙ্গিমা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের বিশাল পরিসর দেখে মুগ্ধ হয়েছেন আল্লু অর্জুন। প্রতিষ্ঠানটি এর আগে ‘এন্থিরান’, ‘সরকার’ ও ‘জেলার’-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে।’
এ ছবির মাধ্যমে আল্লু অর্জুন এখন দক্ষিণ ভারতের রজনীকান্ত ও বিজয়ের মতো বড় তারকাদের কাতারে নিজেকে স্থাপন করছেন, যারা এরকম মর্যাদাপূর্ণ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।