ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

বক্স অফিসে ঝড় তুলল ‘ব্ল্যাক ফোন ২’ 

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০:৪৩, ২০ অক্টোবর ২০২৫

বক্স অফিসে ঝড় তুলল ‘ব্ল্যাক ফোন ২’ 

ছবি: সংগৃহীত

স্টুডিওর প্রাথমিক হিসাব অনুযায়ী, ভৌতিক সিক্যুয়েল ‘ব্ল্যাক ফোন ২’ এই সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে, আয় করেছে ২৬.৫ মিলিয়ন ডলার। এটি শুধু মূল ছবির উদ্বোধনী আয় ২৩.৬ মিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে, বরং ব্লুমহাউস প্রযোজনা সংস্থার জন্য ২০২৫ সালের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

চলচ্চিত্রটি ইউনিভার্সাল পিকচার্স উত্তর আমেরিকার ৩ হাজার ৪১১ প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছে এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। ছবির পরিচালক স্কট ডেরিকসন আগের কিস্তির মতো এবারও পরিচালনায় ফিরেছেন। পাশাপাশি আগের ছবির দুই প্রধান অভিনেতা ইথান হক এবং ম্যাসন থেমসও এই সিক্যুয়েলে অভিনয় করেছেন।

এক্সিট পোল অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্তে দর্শকদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ছিল ৬৩ শতাংশ। এর মধ্যে হিস্পানিক দর্শকরা ছিলেন ৩৯ শতাংশ এবং ককেশীয়রা ৩৫ শতাংশ। তরুণ দর্শকদের অংশগ্রহণ এবং ইতিবাচক মুখে মুখে প্রচার ছবিটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আন্তর্জাতিক বাজারে ছবিটি আরও ১৫.৫ মিলিয়ন ডলার আয় করেছে ৭১টি দেশে মুক্তির মাধ্যমে। ফলে ‘ব্ল্যাক ফোন ২’-এর মোট বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪২ মিলিয়ন ডলার, যেখানে এর প্রযোজনার বাজেট ছিল মাত্র ৩০ মিলিয়ন ডলার। ইউনিভার্সালের ঘরোয়া বিতরণ বিভাগের প্রধান জিম অর বলেন, ‘এটি একটি দুর্দান্ত উদ্বোধন। স্কট ডেরিকসন এবং ব্লুমহাউস আবারও দেখিয়েছে কীভাবে ভয়ের গল্প দিয়ে দর্শকদের মুগ্ধ করতে হয়।’

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘ব্ল্যাক ফোন’ ছিল এক অপ্রত্যাশিত হিট, যা ১৮ মিলিয়ন ডলারের বাজেটে বিশ্বব্যাপী আয় করেছিল ১৬১ মিলিয়ন ডলারেরও বেশি। ২০২৫ সালের শুরুতে কয়েকটি হতাশাজনক মুক্তির পর (‘M3GAN 2.0’ ও ‘The Woman in the Yard’), ‘ব্ল্যাক ফোন ২’ ব্লুমহাউসের জন্য নতুন আশার আলো হিসেবে এসেছে। স্টুডিও আগামী ডিসেম্বরে মুক্তি দেবে বহুল প্রতীক্ষিত ‘Five Nights at Freddy’s 2’, যা আগের কিস্তিতে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করেছিল।

এই সপ্তাহান্তে ‘ব্ল্যাক ফোন ২’ ছাড়া আর কোনো বড় মুক্তি সাফল্য পায়নি। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ট্রন: এরেস’, যার আয় ১১.১ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছে সেথ রোজেন, আজিজ আনসারি ও কিয়ানু রিভস অভিনীত কমেডি ‘গুড ফরচুন’, যা আয় করেছে ৬.২ মিলিয়ন ডলার। এছাড়া জুলিয়া রবার্টস ও অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত নাটক ‘আফটার দ্য হান্ট’ এবং গিলারমো দেল টোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমাটিও সীমিত পরিসরে মুক্তি পেয়েছে।

দেশীয় বক্স অফিসে শীর্ষ ১০ (শুক্র–রবি, অনুমানিক):- ব্ল্যাক ফোন ২-২৬.৫ মিলিয়ন ডলার।, ট্রন: এরেস- ১১.১ মিলিয়ন ডলার।, গুড ফরচুন- ৬.২ মিলিয়ন ডলার।, একের পর এক যুদ্ধ- ৪ মিলিয়ন ডলার।, রুফম্যান- ৩.৭ মিলিয়ন ডলার। সত্য ও বিশ্বাসঘাতকতা- ২.৭ মিলিয়ন ডলার।, গ্যাবি’স ডলহাউস- ১.৭ মিলিয়ন ডলার।, দ্য কনজুরিং: লাস্ট রাইটস- ১.৬ মিলিয়ন ডলার।, আফটার দ্য হান্ট — ১.৬ মিলিয়ন ডলার।

আগামী সপ্তাহে দর্শকরা পেতে চলেছেন আরও কিছু আলোচিত মুক্তি। এর মধ্যে রয়েছে ইয়র্গোস ল্যান্থিমোসের ‘বুগোনিয়া’ এবং ব্রুস স্প্রিংস্টিনের জীবনভিত্তিক বায়োপিক ‘Springsteen: Deliver Me from Nowhere’, যেখানে অভিনয় করেছেন ‘দ্য বেয়ার’-খ্যাত জেরেমি অ্যালেন হোয়াইট।

বিশ্লেষকদের মতে, অক্টোবর সাধারণত বড় বাজেটের ব্লকবাস্টারের সময় না হলেও, এ মাসে ভৌতিক ধারার সিনেমাগুলো রেকর্ড আয় করছে। শিল্প বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে হরর সিনেমা ইতোমধ্যে বিশ্বব্যাপী ১.২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যা চলচ্চিত্র শিল্পে নতুন প্রাণ সঞ্চার করছে।