ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ডিএক্স গ্রুপের হাত ধরে বাংলাদেশে টিসিএলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৯:১৫, ৭ ডিসেম্বর ২০২৫

ডিএক্স গ্রুপের হাত ধরে বাংলাদেশে টিসিএলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিসিএল (TCL) বাংলাদেশের বাজারে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। দেশের প্রযুক্তি খাতে পরিচিত প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ টিসিএলের একমাত্র অনুমোদিত (অফিসিয়াল) পার্টনার হিসেবে দেশে ব্র্যান্ডটির বিপণন, বিতরণ ও স্থানীয় উৎপাদনের দায়িত্ব পালন করবে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে টিসিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে টিসিএলের সম্ভাবনাময় বাজার পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশল এবং স্থানীয় উৎপাদন কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয়।

টিসিএল জানিয়েছে, বাংলাদেশে পর্যায়ক্রমে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স স্থানীয়ভাবে উৎপাদন করা হবে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে দেশীয় ভোক্তাদের উন্নত পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, ‘বাংলাদেশ বর্তমানে দ্রুত বিকাশমান একটি প্রযুক্তি বাজার। টিসিএলের মতো বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব আমাদের জন্য গর্বের। স্থানীয় উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের প্রযুক্তিগত সক্ষমতা আরও জোরদার হবে।’

অনুষ্ঠানে টিসিএল গ্লোবালের রিজিওনাল সেলস ডিরেক্টর ক্যারল ব্র্যান্ডটির ইতিহাস, বাংলাদেশে তাদের মিশন ও ভিশন তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশ টিসিএলের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। ডিএক্স গ্রুপের সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে আমরা এখানকার গ্রাহকদের জন্য ভিন্ন ও উন্নত অভিজ্ঞতা দিতে পারব বলে আশা করছি।’

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন টিসিএলের সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার জেনসন ওয়াং এবং সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার (টিভি) ফ্র্যাংক ঝুয়াং। তারা বাংলাদেশকে কেন্দ্র করে টিসিএলের দীর্ঘমেয়াদি স্থানীয় উৎপাদন ও বাজার সম্প্রসারণ পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট পার্টনার, টিসিএল ও ডিএক্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক, ইনফ্লুয়েন্সার ও জনপ্রিয় ইউটিউবারসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টিসিএল বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্যানেল প্রযুক্তি, টেলিভিশন ও এয়ার কন্ডিশনার বাজারে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখার পাশাপাশি স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স খাতেও প্রতিষ্ঠানটি দ্রুত সম্প্রসারণ করছে।