নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২১, ২৮ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
বাহরাইনের রাজধানী মানামায় তাদের বোর্ড মিটিংয়ের আয়োজন করেছে তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামান্থ গালফ হোটেলের কনভেনশন সেন্টারে এই বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ভাইস প্রেসিডেন্ট মো. ওয়াহিদুল হাসান দিপু।
বোর্ড মিটিংয়ের আয়োজন করেছে যৌথভাবে বাহরাইন টেকনোলজি কোম্পানিজ সোসাইটি (বিটেক) ও বার্ষিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইভেন্ট ‘মিট আইসিটি।
এই বোর্ড মিটিংয়ে উইটসা-এর বোর্ড অব ডিরেক্টরস এবং সদস্যরা একত্রিত হয়ে বৈশ্বিক নীতি, প্রযুক্তিগত সম্ভাবনা এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিসিএস ভাইস প্রেসিডেন্ট মো. ওয়াহিদুল হাসান দিপু বলেন, ‘বর্তমান সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ডিজিটাল বাণিজ্য এবং উদীয়মান প্রযুক্তি বিশ্বব্যাপী সমাজ ও অর্থনীতিকে দ্রুত রূপান্তরিত করছে, এই প্রেক্ষাপটে উইটসা বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করছে।
গ্লোবাল এআই সামিট, সাইবারসিকিউরিটি টাস্কফোর্স, উইটসা ওয়ার্ল্ড কাপের মতো উদ্যোগগুলো উইটসা-এর উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশ এসব উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং সক্রিয় অবদান রাখতে প্রস্তুত।’