ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সানজিদা ইসলাম তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫১, ৭ ডিসেম্বর ২০২৫

সানজিদা ইসলাম তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন

ছবি: সংগৃহীত

‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলিকে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘সানজিদা ইসলাম তুলির এই সম্মানজনক পুরস্কারে মনোনয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মানবাধিকার এবং বিশেষ করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য তুলির অবদান অনস্বীকার্য। তার এই কাজের স্বীকৃতি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির প্রতি নতুন আলো ফেলবে এবং বিশ্বের কাছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির গুরুত্ব তুলে ধরবে।’

তিনি আরও বলেন, ‘এই পুরস্কারপ্রাপ্তি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ন্যায়বিচারের দাবি ও মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য একটি নতুন পথপ্রদর্শক হবে। আমি সানজিদা ইসলাম তুলিকে তার অসামান্য কাজের জন্য প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং তার ভবিষ্যৎ সফলতা কামনা করছি।’

এই পুরস্কার সানজিদা ইসলাম তুলির কাজের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বাংলাদেশের মানবাধিকার আন্দোলনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।