নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪১, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:১০, ১৭ নভেম্বর ২০২৫
পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত
অস্ত্রধারীদের গুলিতে রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া নিহত হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানা এলাকায় তাকে ৫ রাউন্ড গুলি ছুড়ে হত্যা করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক জানান, ‘গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেননি।’
এদিকে, যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর পল্লবী এলাকা ও হাসপাতাল প্রাঙ্গণে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বর্তমানে থমথমে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায় কি না গোয়েন্দারা তা খতিয়ে দেখছেন।