ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শৈলকুপায় ছাত্রদল নেতা রাজুর দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪০, ৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:৪৯, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শৈলকুপায় ছাত্রদল নেতা রাজুর দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদাহের শৈলকুপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা উপজেলার দুধসর ইউনিয়নের ত্রিপুরাকান্দি গ্রামের মসজিদে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদের উদ্যেগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ বলেন, ‘আপনারা সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আবার দেশের জন্য কাজ করতে পারেন।  আপনারা সবাই নামাজ শেষে উনার জন্য দোয়া করবেন।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারন জনগন। তারা সবাই নামাজ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। 

বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সকলের মাঝে ফিরে এস দেশের গণতন্ত্র পুনরুদ্দারে অবদান রাখতে পারেন এই আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সম্পর্কিত খবর