ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

৪ নিয়ম মানলেই চালু হবে আপনার কনটেন্ট মনিটাইজেশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৪:০৩, ৩ নভেম্বর ২০২৫

৪ নিয়ম মানলেই চালু হবে আপনার কনটেন্ট মনিটাইজেশন

কনটেন্ট মনিটাইজেশন।ছবি: সংগৃহীত

অনেকেই ফেসবুকে নিয়মিত ভিডিও তৈরি করলেও এখনো মনিটাইজেশন শুরু করতে পারেননি। তবে সঠিক নিয়ম মেনে কাজ করলে কয়েক মাসের মধ্যে আয় শুরু করা সম্ভব। ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন চালু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা প্রয়োজন, যা অনেকেই জানেন না।

বিশেষজ্ঞরা বলছেন, একজন ক্রিয়েটরের প্রথম কাজ হলো নিজের পেজকে স্প্যাম থেকে মুক্ত রাখা। অনেক সময় ফলোয়ারের তুলনায় বেশি লোককে ফলো করলে ফেসবুক সেটাকে স্প্যামিং হিসেবে বিবেচনা করে। যেমন, যদি আপনার ফলোয়ার থাকে ৪০০ জন, কিন্তু আপনি ফলো করেন ২০০০ জন, তাহলে ফেসবুকের দৃষ্টিতে সেটি সন্দেহজনক। এর ফলে পেজের রিচ কমে যায় এবং মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে।

ফেসবুক মনিটাইজেশন চালু করার ৪টি প্রধান নিয়ম:

ফলোয়ার ও ফলোইং-এর ভারসাম্য রাখুন

আপনার ফলোয়ারের সংখ্যার থেকে বেশি কাউকে ফলো করবেন না। প্রয়োজনে ব্যক্তিগত প্রোফাইল দিয়ে অন্যদের ফলো করুন, পেজ দিয়ে নয়।

মাল্টিপল কনটেন্টে কাজ করুন

শুধু রিলস বা শর্ট ভিডিও দিয়েই মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়। ফেসবুক মাল্টি-অ্যাক্টিভ ক্রিয়েটরদের গুরুত্ব দেয়। তাই লং ভিডিও, রিলস, ছবি, স্টোরি ও টেক্সট পোস্ট সব ধরনের কনটেন্ট নিয়মিত আপলোড করুন। এতে ইনকাম বাড়ে।

এঙ্গেজমেন্ট বাড়ান

মনিটাইজেশনের জন্য শুধু ভিউই নয়, এঙ্গেজমেন্ট যেমন লাইক, কমেন্ট, শেয়ার বেশি হওয়া জরুরি। উচ্চ ভিউ কিন্তু কম এঙ্গেজমেন্ট থাকলে মনিটাইজেশন কঠিন।

ফেসবুকের গাইডলাইন ভালোভাবে জানুন

পোস্ট বা ভিডিও টাইটেলে সেনসিটিভ শব্দ যেমন হত্যা, ধর্ষণ, রাজনীতি, পতিতা ইত্যাদি ব্যবহার এড়িয়ে চলুন। এ ধরনের শব্দ ব্যবহারে ফেসবুক স্ট্রাইক দিতে পারে এবং পেজ বন্ধও হতে পারে। কপিরাইট সমস্যা এড়াতে ডুয়েট বা রিঅ্যাকশন ভিডিও বানানোর সময় সতর্ক থাকুন।

মনিটাইজেশনে সফল হতে হলে নিয়মিত শেখা এবং ফেসবুক গাইডলাইন মেনে চলা খুবই জরুরি। অনেকেই অনলাইন কোর্স ও লাইভ ক্লাসের মাধ্যমে এই নিয়ম শিখে সফলভাবে আয় শুরু করছেন। মনিটাইজেশন ভাগ্যের উপর নির্ভর করে না, এটি জ্ঞানের, পরিশ্রমের ও নিয়ম মানার ফলাফল। সঠিক গাইডলাইন মেনে কাজ করলে ফেসবুক থেকে আপনার আয়ের নতুন উৎস শুরু হতে পারে।