ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

মেমোরি চিপের দাম বাড়ায় স্মার্টফোনের উৎপাদন ব্যয় বেড়েছে: শাওমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৫০, ২৬ অক্টোবর ২০২৫

মেমোরি চিপের দাম বাড়ায় স্মার্টফোনের উৎপাদন ব্যয় বেড়েছে: শাওমি

ছবি: সংগৃহীত

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি জানিয়েছে, মেমোরি চিপের দামের অস্বাভাবিক বৃদ্ধি তাদের স্মার্টফোন উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন রেডমি কে৯০ (Redmi K90) সিরিজের দাম ঘোষণার পর বাজারে কিছুটা হতাশা দেখা দিয়েছে, যার পেছনে মূল কারণ এই ব্যয় বৃদ্ধি।

শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে লেখেন, ‘উৎপাদন ব্যয়ের চাপ আমাদের নতুন পণ্যের মূল্যে প্রভাব ফেলেছে। মেমোরি চিপের দাম প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে এবং এ প্রবণতা আরও তীব্র হতে পারে।’

নতুন রেডমি কে৯০ সিরিজ বৃহস্পতিবার বাজারে আনা হয়। এর বেস মডেলে রয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, যার দাম নির্ধারণ করা হয়েছে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩৬৪ ডলার)। তুলনায়, আগের কে৮০ সিরিজের একই মডেলের দাম ছিল ২,৪৯৯ ইউয়ান।

গ্রাহকদের মূল্য ব্যবধান নিয়ে অসন্তুষ্টির কথা স্বীকার করে লু ওয়েইবিং জানান, ‘সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম প্রথম এক মাসের জন্য ৩০০ ইউয়ান কমিয়ে ২,৮৯৯ ইউয়ান করা হবে।’

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির জন্য ব্যবহৃত চিপের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় স্মার্টফোন, পার্সোনাল কম্পিউটার ও সার্ভারে ব্যবহৃত সাধারণ চিপের সরবরাহ সংকুচিত হয়েছে। এর ফলে চিপের দাম বেড়ে গেছে এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকসসহ NAND ও DRAM উৎপাদকদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।