ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

শাহরুখের সঙ্গে লি জং জের সেলফি, ভাইরাল নেট দুনিয়ায়

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৫, ১৯ অক্টোবর ২০২৫

শাহরুখের সঙ্গে লি জং জের সেলফি, ভাইরাল নেট দুনিয়ায়

লি জং জে ও শাহরুখ খান। ছবি - সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও স্কুইড গেম খ্যাত লি জং জে সম্প্রতি বলিউডের কিং খানের সঙ্গে একটি বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। ইনস্টাগ্রামে শাহরুখ খানের সঙ্গে একটি সেলফি শেয়ার করে লি লিখেছেন, ‘একজন সম্মানিত আইকন মিঃ @iamsrk এর সাথে থাকতে পেরে সম্মানিত।’

ছবিটিতে দু’জনকেই হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে, যা ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সূত্র অনুযায়ী, এই দুই তারকার দেখা হয়েছে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ। এই আন্তর্জাতিক অনুষ্ঠানেই আরও উপস্থিত ছিলেন বলিউডের দুই আরেক সুপারস্টার আমির খান এবং সালমান খান। তারা সবাই একটি ইন্টারেক্টিভ সেশনেও অংশ নেন।

লি জং জে দক্ষিণ কোরিয়ান সিনেমার জনপ্রিয় মুখ। অ্যাসাসিনেশন, দ্য থিভস এবং নেটফ্লিক্সের গ্লোবাল হিট স্কুইড গেম-এ তার অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করেছে। তিনি সিরিজটিতে ‘প্লেয়ার ৪৫৬’ সিওং গি-হুন চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। তার সর্বশেষ কাজ স্কুইড গেম ৩, যা চলতি বছরের জুনে মুক্তি পায় এবং সিরিজটির শেষ সিজন হিসেবেও বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, শাহরুখ খান বর্তমানে তার বহুল প্রতীক্ষিত ছবি কিং- এর শুটিংয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন পাঠান খ্যাত সিদ্ধার্থ আনন্দ। কিং ছবিতে শাহরুখের সঙ্গে আরও রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন।

এই দুই দেশের দুই সুপারস্টারের এক ফ্রেমে দেখা পাওয়া নিঃসন্দেহে বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের জন্য এক দারুণ উপহার।