ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২

প্রকাশ: ১৫:৪৫, ১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৫৭, ১ সেপ্টেম্বর ২০২৫

ভোলার মেঘনা নদীতে কাঁচামালবাহী কোষ্টার জাহাজ ডুবি

প্রকাশ: ১৫:৪৫, ১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৫৭, ১ সেপ্টেম্বর ২০২৫

ভোলার মেঘনা নদীতে কাঁচামালবাহী কোষ্টার জাহাজ ডুবি

ডেইলিদর্পণ ডেস্ক: ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে সিরামিক কাঁচামালবাহী কোষ্টার জাহাজ এমভি রেক্স গ্লোরি-১ ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা মাষ্টারসহ সব নাবিককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও জাহাজের সুকানি মো. শহিদুল ইসলাম জানান, প্রায় ১৮ শ’ টন কাঁচামাল বোঝাই করে এমভি রেক্স গ্লোরি-১ ২৯ আগস্ট চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে জাহাজটি। রবিবার ভোরে বিপরীত দিক থেকে আসা এমভি সুলতান বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্স গ্লোরি-১-এর তলা ফেটে যায়। এরপর ধীরে ধীরে জাহাজটি ডুবে যেতে শুরু করে। এ সময় জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের মাধ্যমে তীরে এসে আশ্রয় নেন। সোমবার সকালে দেখা যায়, জাহাজটির চার ভাগের তিন ভাগ পানিতে ডুবে গেছে। কেবল মাষ্টার ব্রিজ, চালকের রুম ও মাস্তুল দৃশ্যমান রয়েছে। সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ওসি শাহিন উদ্দিন (পিপিএম) জানান, জাহাজের সকল স্টাফকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তবে জাহাজ উদ্ধারের কাজ এখনো শুরু হয়নি। অন্যদিকে, জাহাজমালিকপক্ষ জানিয়েছে, তারা দ্রুত উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজকে নিরাপদে তোলার উদ্যোগ নেবেন। এ বিষয়ে ভোলা মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, কোষ্টার জাহাজের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন