ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২

প্রকাশ: ২২:৩৪, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ২২:৩৪, ২৮ মার্চ ২০২৫

কঙ্গনাকে কটাক্ষ করলেন সালমান

প্রকাশ: ২২:৩৪, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ২২:৩৪, ২৮ মার্চ ২০২৫

কঙ্গনাকে কটাক্ষ করলেন সালমান

বিনোদন ডেস্ক বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বহুবার সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত, আর সে কারণে কম কটাক্ষের শিকার হননি তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর খান-কাপুরদের বলিউড সাম্রাজ্যের বিরুদ্ধে তার প্রতিবাদ আরও তীব্র হয়। যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফলে বলিউডে এখন কার্যত কোণঠাসা কঙ্গনা। লাইমলাইট থেকে দূরে হিমাচলে ব্যস্ত তিনি—একদিকে মাণ্ডির সাংসদ, অন্যদিকে রেস্তোরাঁর মালকিন ও প্রযোজক। তবে এবার স্বজনপ্রীতি বিতর্কে তাকে খোঁচা দিলেন সালমান খান। সম্প্রতি ‘সিকন্দর’ ছবির প্রচারে এক সাংবাদিক সালমানকে ‘স্বনির্মিত সুপারস্টার’ বললে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেন ভাইজান। তিনি বলেন, ‘এই দুনিয়ায় কেউই স্বনির্মিত নয়। শুধুমাত্র নিজের প্রচেষ্টায় কেউ প্রতিষ্ঠিত হতে পারে বলে আমি বিশ্বাস করি না। সবটাই টিমওয়ার্ক। আমার বাবা যদি ইন্দোর থেকে মুম্বাই না আসতেন, তাহলে হয়তো আমি এখন কৃষিকাজ করতাম।’ তিনি আরও বলেন, ‘আমার বাবা মুম্বাই এসে সিনেমায় কাজ করেছেন। আমি তার ছেলে হিসেবে কাজ করছি। হয়তো আমি অন্য পেশায় যেতাম, কিংবা এখানে কাজ করতাম—এই বিষয়টাই অনেকে স্বজনপ্রীতি বলে দাগিয়ে দেন। তবে আমার এতে কোনো সমস্যা নেই।’ এরপর এক সাংবাদিক রবিনা ট্যান্ডনের মেয়ের বলিউড অভিষেক প্রসঙ্গে প্রশ্ন করলে সালমান ভুলবশত কঙ্গনার নাম শোনেন। তখনই তিনি বলেন, ‘কঙ্গনার মেয়ে হলে হয়তো সে সিনেমায় কাজ করবে, নয়তো রাজনীতিতে যাবে। সেটাও তো স্বজনপ্রীতির মধ্যেই পড়ে।’ সাংবাদিকরা যখন ‘নেপোটিজম’ শব্দটি উল্লেখ করেন, তখন হাসতে হাসতে সালমান বলেন, ‘হ্যাঁ, এটাই স্বজনপ্রীতি। নয়তো কঙ্গনার সন্তানকে অন্য কোনো পেশা বেছে নিতে হবে।’

আরও পড়ুন