ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২

প্রকাশ: ২১:৫০, ১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৫০, ১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২১:৫০, ১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৫০, ১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন একটি মামলা চট্টগ্রাম আদালতে দায়ের করা হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ মোট ১৮২ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র একেএম নুরুল্লাহ (২৩)। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোপলিটনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট তাসমিন আক্তার নিসাত জানান, ‘গত বছর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে বাদী গুলিবিদ্ধ হন। সুস্থ হওয়ার পর তিনি আজ আদালতে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।’ মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামি হলেন- তৎকালীন নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম, সাইফ পাওয়ার টেকের এমডি তরফদার রুহুল আমিন, আইনজীবী রানা দাশগুপ্ত, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক এমপি মুজিবুর রহমান এবং শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট নগরের নিউমার্কেট সংলগ্ন রেলওয়ে জামে মসজিদের সামনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেন বাদী। অভিযোগ, আসামিদের নির্দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। সেদিন বাদী গুলিবিদ্ধ হন এবং তার দুই পায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। বাদী চিকিৎসাধীন থাকার কারণে এবং জড়িত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করতে সময় লাগায় মামলা দায়ের করতে বিলম্ব হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন