ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২

প্রকাশ: ১২:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৫

মিচেল স্টার্কের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা

প্রকাশ: ১২:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৫

মিচেল স্টার্কের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার তিনি এই সিদ্ধান্ত জানান। দীর্ঘ ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা স্টার্ক ২০২১ সালে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি খেলেছেন ২০২৪ সালের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। অবসর প্রসঙ্গে স্টার্ক বলেন, “টেস্ট ক্রিকেট সবসময়ই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি খেলা আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপটি, শুধুমাত্র জেতার কারণে নয়, বরং সেই অসাধারণ দল এবং পুরো যাত্রার আনন্দের জন্য।” তিনি আরও জানান, সামনে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, দ্য অ্যাশেজ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে ঘিরেই তার পরিকল্পনা। আগামী বছর বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই এখনই অবসর নিলে নতুন প্রজন্মের বোলারদের প্রস্তুতির জন্য সময় পাওয়া যাবে বলেও মনে করেন এই বাঁহাতি পেসার। স্টার্ক বলেন, “ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সতেজ ও ফিট থাকা আমার জন্য জরুরি। তাই এটাই আমার জন্য সেরা পথ। একই সঙ্গে এটি বোলিং গ্রুপকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির যথেষ্ট সময় করে দেবে।” অস্ট্রেলিয়ান নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি স্টার্ককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে মিচ গর্বিত হতে পারে। তিনি ২০২১ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার উইকেট নেওয়ার ক্ষমতা সব সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিত। যথাসময়ে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে আমরা যথাযোগ্য সম্মান জানাবো। সবচেয়ে ইতিবাচক দিক হলো, তিনি এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগী থাকতে চান।” সোর্স: এনডিটিভি

আরও পড়ুন