ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ছাত্রদলের উদ্যোগে পেটপুরে খেলো পথশিশুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:২৭, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:২৭, ২৪ অক্টোবর ২০২৫

ছাত্রদলের উদ্যোগে পেটপুরে খেলো পথশিশুরা

ছবি: ডেইলি দর্পণ

অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুকে এক বেলা পেটপুরে খাবার খাওয়ালেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাধারণ মো. রাজু আহমেদ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এই আয়োজন করা হয়।

এ সময় ক্যাম্পাসে থাকা পথশিশুদের পেটপুরে রান্না করা খাবার পরিবেশন করা হয়। আয়োজনে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পেটপুরে এক বেলা খাবার পেয়ে খুশি পথশিশু আছিয়া বলেন, ‘আমি ক্যাম্পাসে ফুল বিক্রি করি। অনেক দিন পর পেটপুরে এক বেলা খাওন পেয়েছি। খাওন অনেক মজা হয়েছে। বড় ভাইরা ডেকে এনে খাবার দিয়েছে।’

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাধারণ মো. রাজু আহমেদ বলেন, ‘পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছি। এটা আনন্দের, ভালো লাগছে তাদের এক বেলা খাওয়াতে পেরে। পাশাপাশি জাতীয়তাবাদী সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘পথশিশুরা বেশির ভাগ সময় ভালো খাবার পায় না। তাই চেয়েছি তারা যাতে এক বেলা ভালো খাবার খেতে পারে। এজন্যই এই আয়োজন করেছি।’

সম্পর্কিত বিষয়: