ডেইলি দর্পণ প্রতিনিধি
প্রকাশ: ২১:১৮, ১৩ নভেম্বর ২০২৫
ছবি- সংগৃহীত
যশোরের মনিরামপুরে সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান এইড ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে ভার্চুয়ালি সভায় ফাউন্ডেশনটির উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মাসুদের উপস্থিতিতে ৩৭ সদস্যদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতি পদে ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন, ড. আব্দুল্লাহ আল মাসুদ, উমার বিন কাশেম ও ডা. মুন্সি মেহেদী হাসান।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ ও আইটি, মিডিয়া ও প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সহ-সাংগঠনিক লাভলু হোসেন, সহকারী আইটি, মিডিয়া ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম সুমন, অফিস, অর্থ ও পরিকল্পনা দায়িত্বে হাফেজ নাজমুল হোসেন এবং সহকারী মো. আব্দুল্লাহ।
ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তরা হলেন: শিক্ষা বিভাগ: আসাদ হোসেন, সহকারী: শাহিন, সমাজকল্যাণ: তাজুল ইসলাম, ছাত্রকল্যাণ: হাসিব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক: হাবিল হোসেন, সহকারী: ফয়সাল হোসেন, ধর্ম বিষয়ক: নাজমুল হোসেন, মেডিকেল সেবা: হাসানুর রহমান, সহকারী-১: লিটন হোসেন, সহকারী-২: রিয়াদ হোসেন, ব্যবস্থাপনা বিভাগ: তরিকুল ইসলাম, প্রকাশনা: আরিফ হোসেন, সহকারী প্রকাশনা: রাশেদ হোসেন, মহিলা ও শিশু কল্যাণ: জিনাত আরা আফনান।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসাবে আছেন, বি কে ওমর, আবু হুরাইরা, তাজাম্মুল হক, তাজিম হোসেন, সজিব হোসেন, নাজমুস সাকিব, ইব্রাহীম, মোতালেব, আলামিন, হযরত আলি, মুহসিন মুজাহিদ, রাসেল হোসেন, জিহাদ হোসেন, মেহেদি হাসান মুন্না, ইমামুল হক, বায়েজিদ হোসেন কামাল, হাসিব হোসেন এবং মো: ইদ্রিস
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেছেন, ‘প্রথমেই নতুনভাবে গঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর অশেষ কৃপায় আমরা একটি নতুন যাত্রার সূচনায় দাঁড়িয়ে আছি। এটি শুধু দায়িত্ব নেওয়ার নয়, বরং মানবতার কল্যাণে কাজ করার এক নতুন অঙ্গীকার।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি সৎ উদ্দেশ্য, সম্মিলিত প্রয়াস এবং আন্তরিক মনোভাব ফাউন্ডেশনকে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত সকল সদস্যকে আহ্বান জানাই—নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করুন। একসাথে আমরা মানবতার জন্য কাজ করতে পারি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি, ইন শা আল্লাহ। ধন্যবাদ সবাইকে।’
ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান বলেছেন, ‘নবতার সেবাই আমাদের মূল পরিচয়। হিউম্যান এইড ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল সমাজে ইতিবাচক পরিবর্তন আনা— যেখানে প্রতিটি মানুষ সম্মান, নিরাপত্তা ও সুযোগ পায়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাব।”
তিনি বলেন, ‘আমাদের সংগঠন দেশের বিভিন্ন স্থানে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মাধ্যমে যে সুনাম অর্জন করেছে, তা ধরে রাখতে হলে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আমি বিশ্বাস করি, আমাদের তরুণ প্রজন্মের অংশগ্রহণই মানবতার সেবায় নতুন দিগন্ত খুলে দেবে।’
হাসানুর রহমান সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সহযোগিতা ও বিশ্বাসই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমরা চাই, হিউম্যান এইড ফাউন্ডেশন এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক, যাকে মানুষ আস্থার সঙ্গে ‘মানবতার ঠিকানা’ বলে ডাকবে।’
হিউম্যান এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নতুন সভাপতি তবিবুর রহমান বলেন, ‘আমাদের এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি মানবসেবা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি এক মহান ইবাদত। ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও সংগঠিত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে আমরা কাজ করব।’
নতুন সভাপতি বলেন, ‘আগামী দিনে আমরা গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও টেকসই জীবিকা কর্মসূচি সম্প্রসারণে গুরুত্ব দেব। পাশাপাশি তরুণ প্রজন্মকে মানবতার সেবায় যুক্ত করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।’
তিনি বলেন, আমার সর্বোচ্চ দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব। সংগঠনের কাজগুলো কিভাবে আরো বেশি গতিশীল করা যায়, সে ব্যাপারে দৃষ্টি রাখব। আশা করি, সংগঠনের সব কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কমিটির অন্যান্য সদস্যরা আমাকে তাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।’
তবিবুর জানান, ফাউন্ডেশন সমাজের প্রান্তিক মানুষের পাশে থাকবে এবং যুব সমাজকে মানবিক কাজে যুক্ত করার দিকে গুরুত্ব দেবে। শিক্ষা ও সচেতনতা কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা হবে এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া হবে এবং কারিগরি শিক্ষার মাধ্যমে যুব সমাজকে বেকারত্ব মুক্ত করার চেষ্টা চালানো হবে।
তিনি আরও জানান, ফাউন্ডেশন কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনাও হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম আয়োজন করা, তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন ও ইসলামিক শিক্ষা কর্মশালা পরিচালনা করা, বছরের বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি আয়োজন করা এবং অনলাইন মাধ্যমে ইতিবাচক ও মানবিক বার্তা ছড়িয়ে দেওয়া।
তবিবুর রহমান আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং সহযোগী প্রতিষ্ঠান একসাথে কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, এবং একসাথে আমরা একটি উদার ও সহমর্মী সমাজ গড়ে তুলতে পারব।’
তিনি সকল সদস্য, দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সবার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের শক্তি। আমরা চাই, হিউম্যান এইড ফাউন্ডেশন মানবতার সেবায় একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠুক।’