মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২২:০৯, ৩১ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘আমার চোখে ছোট ছোট প্রতিটি ছেলে-মেয়েই ভবিষ্যৎ খেলোয়াড়। তাই প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনব। তারাই যোগ্য খেলোয়াড় হয়ে জাতীয় দলে খেলবে।’
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, ‘যেখানেই ট্যালেন্ট পাব, সেখান থেকেই খেলোয়াড় তুলে আনব এবং বাছাই করার স্বীকৃতিও আমরা পেয়েছি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা খেলোয়াড় বাছাই করে আনব। সেজন্য আমরা অঞ্চলভিত্তিক ক্যাম্পের ব্যবস্থা করব। বিশেষ করে চরাঞ্চলগুলোতেও এ ব্যাপারে আমরা বিশেষ নজর দেব। সকলে নিজের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়ায় সম্পৃক্ত থাকবেন।’
প্রীতি ফুটবল টুর্নামেন্টে মতলব উত্তর উপজেলা বনাম মতলব দক্ষিণ উপজেলা অংশগ্রহণ করেন। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। এর আগে সকালে মতলব উত্তরের বোরচরে ড্যাব সহ-সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের আয়োজনে এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাফুফে সভাপতি।
ডা. সরকার শামীম বলেন, ‘আমি এমপি হই বা না হই, বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করার সুযোগ পাব। যেহেতু আমি স্বাস্থ্য সংস্কার কমিটির সদস্য, চরাঞ্চলে স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের জন্য উপ-স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে এবং রাস্তাঘাট উন্নয়ন করা হবে। তাই আগামী নির্বাচনে তারেক রহমানকে ক্ষমতায় আনতে সবাই ধানের শীষে ভোট দেবেন।’
এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালীর সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক গফুর বাদশার পরিচালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য অ্যাডভোকেট এস.এম. মফিজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম, তৌফিক আজিম মিশু প্রমুখ।