ডেইলিদর্পণ ডেস্ক
প্রকাশ: ১৯:৫৮, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৫৯, ৩১ অক্টোবর ২০২৫
ছবি: সংগৃহীত
ঝটিকা মিছিলের অভিযোগে কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার ভোর বেলা কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ও কোতোয়ালি থানার সামনেই ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ৪৯ সেকেন্ডের ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পুলিশের। পরে শনাক্ত অভিযানে নামে তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
পুলিশ জানিয়েছে, ছাত্রলীগের নাম ব্যবহার করে মিছিলটি আয়োজন করা হয়। সংগঠনটি সরকারিভাবে নিষিদ্ধ থাকায় ঘটনাটিকে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে মনে করছে।
এ বিষয়ে ওসি মহিনুল ইসলাম বলেন, ‘মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তাদের বেশির ভাগের বিরুদ্ধেই আগে মামলা ছিল। শুক্রবার দুপুরে নতুন করে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’