নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২:২৭, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৩১, ৩০ অক্টোবর ২০২৫
ছবি: ডেইলি দর্পণ
‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যতিক্রমী এক গ্রাম্য পালা গানের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের ধনিয়া মডেল একাডেমি স্কুল মাঠে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে এই ব্যতিক্রমী আয়োজন করেন।
অনুষ্ঠানে শিল্পী সুবর্ণা পারভীন ৩১ দফার গান পরিবেশন করেন।

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি দেশের জনগণের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও পরিবর্তনের রূপরেখা। ছাত্রদল তারেক রহমানের নেতৃত্বে সেই পরিবর্তনের অগ্রদূত হিসেবে মাঠে থেকে কাজ করে যাবে।’
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির অঙ্গসংগঠন ও ছাত্রদলের নেতাকর্মীরা একযোগে শান্তিপূর্ণ আন্দোলন ও সাংগঠনিক ঐক্য দৃঢ় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।