ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ১৯:৫৮, ১৩ অক্টোবর ২০২৫

আইসিটি সচিবের সঙ্গে বেসিস প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ডেইলিদর্পণ ডেস্ক

প্রকাশ: ১৯:৫৮, ১৩ অক্টোবর ২০২৫

আইসিটি সচিবের সঙ্গে বেসিস প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ছবি- সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসিস-এর নবনিযুক্ত প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

সাক্ষাৎকালে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। প্রশাসক হাফিজুল্লাহ্ খান বেসিসের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অগ্রগতির সারসংক্ষেপ সচিবকে উপস্থাপন করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাত বর্তমানে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং জিডিপি প্রবৃদ্ধিতে এই খাতের ভূমিকা ক্রমবর্ধমান। বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তায় তিনি গুরুত্ব দেন।

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বেসিসের অবদানের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে নবনিযুক্ত প্রশাসকের চৌকস নেতৃত্বে সংগঠন তার লক্ষ্য অর্জনে সক্ষম হবে। উভয় পক্ষ দ্রুততম সময়ে বেসিস-এর নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদে দায়িত্ব হস্তান্তরের ওপরও আলোচনা করেন, যাতে সংগঠনটি স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসে দেশের তথ্যপ্রযুক্তি খাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন