ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২

প্রকাশ: ০১:০২, ১৮ জুলাই ২০২৫ | আপডেট: ০১:০২, ১৮ জুলাই ২০২৫

সারা দেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

প্রকাশ: ০১:০২, ১৮ জুলাই ২০২৫ | আপডেট: ০১:০২, ১৮ জুলাই ২০২৫

সারা দেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ওয়ানপ্লাস বাংলাদেশে বহুল প্রতীক্ষিত নর্ড ৫ সিরিজ অফিসিয়ালি উন্মোচন করেছে। বুধবার (১৬ জুলাই) থেকে সারা দেশের অফিশিয়াল ওয়ানপ্লাস আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই সিরিজের ফোন দুটি। শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি ও ফ্ল্যাগশিপ সব ফিচারসহ ওয়ানপ্লাস নর্ড ৫ ও নর্ড সিই ৫ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স। মেইড ইন বাংলাদেশ নর্ড ৫ সিরিজের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে কেনা ফোনগুলোর জন্য থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। এর ফলে ভার্টিক্যাল লাইন ইস্যু ফেস করা ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন। ফোন দুটির বিক্রি শুরু হচ্ছে ১৬ জুলাই ২০২৫ থেকে। ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে রয়েছে স্ন্যাপড্রগন® ৮ এস জেন থ্রি ফ্ল্যাগশিপ চিপসেট, ৬৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের সামনের ও পেছনের ক্যামেরা। সব মিলিয়ে ফোনটি এই ক্যাটাগরির অন্যতম শক্তিশালী ও অল-রাউন্ড ফোন। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই৫ -তে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম । ফোনটির বিশাল ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এই ক্যাটাগরির ফোনে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি ও শক্তিশালী চিপসেট। এ থেকে বোঝা যায় ওয়ানপ্লাস ব্যবহারকারীদের চাহিদা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। গেমিং বা ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করতে ওয়ানপ্লাস নর্ড ৫ পাওয়া যাচ্ছে ৫৩,৯৯৯ টাকায়। আর যারা বেশি ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য নর্ড সিই৫ এর দাম মাত্র ৩৫,৯৯৯ টাকা! ওয়ানপ্লাস সবসময়ই গুণগত মান ও ব্যবহারকারীদের আস্থাকে গুরুত্ব দেয়। এবার বাংলাদেশে তৈরি করা ওয়ানপ্লাস ফোনে প্রথমবারের মতো থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। ফোনে ভার্টিক্যাল লাইন সমস্যার সুরক্ষা দেবে এই ওয়ারেন্টি। তবে বাইরের আঘাত, অপব্যবহার বা মানবসৃষ্ট ক্ষতি এই ওয়ারেন্টির আওতায় পড়বে না। সুবিধাটি ওয়ানপ্লাস অথরাইজড সার্ভিস সেন্টারে শর্তসাপেক্ষে দেওয়া হবে ও পার্টস সরবরাহ থাকাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে। ওয়ানপ্লাস এই অফারের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে। ওয়ানপ্লাস বাংলাদেশের সিইও মেঙ্ক ওয়াং বলেন, “আমরা আমাদের ব্যবহারকারীদের প্রয়োজনকে সবসময় গুরুত্ব দিই। তারা চায় আরও শক্তিশালী ফোন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নিশ্চয়তা। তাই নর্ড ৫ সিরিজে আমরা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশে তৈরি ফোনের জন্য ইন্ডাস্ট্রি-ফার্স্ট লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিও দিচ্ছি। এটি স্থানীয় উৎপাদনে আমাদের আস্থা ও ব্যবহারকারীদের ফিডব্যাকের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ। ওয়ানপ্লাসে আমরা বিশ্বাস করি- আপনার আস্থাই আমাদের অঙ্গীকার।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন