ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২

প্রকাশ: ২২:১৪, ২৯ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:১৭, ২৯ আগস্ট ২০২৫

উইটসা’র পরিচালক হলেন বিসিএস’র সহ-সভাপতি দিপু

প্রকাশ: ২২:১৪, ২৯ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:১৭, ২৯ আগস্ট ২০২৫

উইটসা’র পরিচালক হলেন বিসিএস’র সহ-সভাপতি দিপু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন (উইটসা)-এর এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন। গত ১৮ থেকে ১৯ আগস্ট তাইওয়ানে অনুষ্ঠিত উইটসা’র বোর্ড সভায় তিনি এই পদে ভূষিত হন। উইটসা’র সচিবালয় থেকে এক ই-মেইল বার্তায় মো. ওয়াহিদুল হাসান দিপুকে উইটসা’র এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের পরিচালক নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তিনি ২০২৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। মো. ওয়াহিদুল হাসান দিপু বিসিএস’র বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি দায়িত্ব পালন করার পাশাপাশি এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি, ইসিএস কমপিউটার সিটির (মাল্টিপ্ল্যান কমপিউটার সিটি সেন্টার) সিনিয়র সহ-সভাপতি এবং ল্যান্ড মার্ক কমপিউটার্সের কর্ণধার। এ প্রসঙ্গে বিসিএস সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু বলেন, ‘তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন উইটসা বিশ্ব তথ্যপ্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে। এশিয়া/প্যাসিফিক অঞ্চলের পরিচালক হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো। আমি উইটসার বোর্ড, পরিচালক ও সদস্যদের পাশাপাশি বিসিএস’র কার্যনির্বাহী পরিষদ এবং সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) ১৯৯৮ সাল থেকে উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৮টি দেশের মধ্যে ২২টি দেশ বর্তমানে উইটসা’র সদস্য। বিশ্বের ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি সংগঠন নিয়ে গঠিত তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন উইটসা তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা খাতে বিশ্বব্যাপী তার নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উতসাহিত করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন