নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৩, ২৬ অক্টোবর ২০২৫
ছবি: ডেইলি দর্পণ
বিশ্বকে জানতে, অনুভব করতে এবং নিজের চোখে দেখতে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নিলয় কুমার বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও তিনি কখনো সাংবাদিকতায় পেশাগতভাবে যুক্ত হননি। বরং ভ্রমণের প্রতি অগাধ ভালোবাসা ও পৃথিবী ঘুরে দেখার প্রবল ইচ্ছাই তাকে নিয়ে গেছে এক ভিন্ন পথে—ভ্রমণ ও পর্যটন জগতে।
শৈশব থেকেই ইতিহাস, বন্যপ্রাণী ও নানা জাতিগোষ্ঠীর জীবনধারার প্রতি আগ্রহী ছিলেন নিলয়। পৃথিবীর নানা প্রান্তের গল্প তাকে সবসময় টানত। সেই কৌতূহলই একসময় রূপ নেয় প্রবল অনুরাগে—নিজ চোখে পৃথিবী দেখা, অনুভব করা ও মানুষের জীবনের রঙ বোঝার অনুপ্রেরণায়।
বর্তমানে নিলয় কুমার বিশ্বাস বাংলাদেশের ভ্রমণ সংস্থা ‘বেঙ্গল ভিসতা’-এর নির্বাহী পরিচালক (Executive Director) হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটির প্রধান সালাহউদ্দিন সুমন, যিনি দেশের সবচেয়ে বেশি অনুসরণকৃত ভ্রমণ কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত। একসঙ্গে তারা শুধু ভ্রমণই করছেন না, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছেন পৃথিবী ঘুরে দেখার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে।
নিলয়ের ভ্রমণজীবন ইতিমধ্যেই তাকে নিয়ে গেছে পৃথিবীর নানা বিস্ময়কর প্রান্তে। তিনি বহুবার ভ্রমণ করেছেন ভারত ও চীন—বিশ্বের দুটি জনবহুল ও সংস্কৃতিতে সমৃদ্ধ দেশ। সেই অভিজ্ঞতা তার চোখে খুলে দিয়েছে মানুষের জীবন, ইতিহাস ও বৈচিত্র্যের নতুন দিগন্ত।
সবচেয়ে স্মরণীয় ভ্রমণগুলোর মধ্যে অন্যতম ছিল তার তিব্বতের কৈলাশ পর্বত যাত্রা। বিশ্বের অন্যতম পবিত্র এই স্থান তাকে দিয়েছে গভীর আত্মিক অনুভূতি। নিলয় পাড়ি জমিয়েছেন হিমালয়ের দুর্গম উপত্যকা ও পাহাড়ি পথ, ঘুরে বেড়িয়েছেন মঙ্গোলিয়ার অনন্ত তৃণভূমি, এমনকি পৌঁছে গেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার অতি দুর্গম অঞ্চলেও, যেখানে তিনি স্থানীয় জনগোষ্ঠীর জীবনের সাথে মিশে গেছেন, জেনেছেন তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতিনির্ভর জীবনধারা।
এখন তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বব্যাপী গ্রুপ ট্যুরের আয়োজন করছেন বেঙ্গল ভিস্তার মাধ্যমে। তার লক্ষ্য—ভ্রমণকে শুধু বিনোদন নয়, বরং শিক্ষা, অভিজ্ঞতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা।
শৈশবের সেই স্বপ্ন এখনও তার পথচলার প্রেরণা। পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখাই এখন তার লক্ষ্য। নিলয় কুমার বিশ্বাসের জীবনের গল্প প্রমাণ করে যে—অদম্য ইচ্ছাশক্তি ও অকৃত্রিম ভালোবাসা থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।