নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০১, ২৬ অক্টোবর ২০২৫
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ের পর এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো ট্রেন সেবা চালু করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে মতিঝিল-শাহবাগ-মতিঝিল রুটে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে, প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর শুধুমাত্র উত্তরা-আগারগাঁও সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয় দুপুর প্রায় ৩টায়। তখন আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশন ট্রেন চলাচল বন্ধ ছিল।
জানা গেছে, ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় বেলা সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল শুরু হয়।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।