ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ট্রাম্পের প্রস্তাব: বর্তমান যুদ্ধরেখায় যুদ্ধ ‘স্থগিত’ করুক রাশিয়া

আন্তর্জাতিক প্রতিবেদক

প্রকাশ: ২২:২৮, ২০ অক্টোবর ২০২৫

ট্রাম্পের প্রস্তাব: বর্তমান যুদ্ধরেখায় যুদ্ধ ‘স্থগিত’ করুক রাশিয়া

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখায় যুদ্ধ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ থামলে মস্কো ইউক্রেনের একটি বৃহৎ অংশের নিয়ন্ত্রণ ধরে রাখবে।

রোববার (২০ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার কথা হলো, তারা এখনই যুদ্ধ থামাক, ঘরে ফিরে যাক, মানুষ হত্যা বন্ধ করুক এবং এখানেই ইতি টানুক।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ বন্ধের পর ভবিষ্যতে সীমান্ত ও ভূখণ্ডসংক্রান্ত বিস্তারিত বিষয় আলোচনা করে সমাধান করা যেতে পারে।’

বর্তমান যুদ্ধরেখা ইউক্রেনের পূর্বাঞ্চলের শিল্পকেন্দ্র ডনবাস অঞ্চল দিয়ে গেছে। সেখানে গত কয়েক বছরে সবচেয়ে বেশি সংঘাত হয়েছে। ডনবাসের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যেভাবে বিভক্ত আছে, সেভাবেই থাকুক। আমার মনে হয় প্রায় ৭৮ শতাংশ এলাকা রাশিয়া দখল করে রেখেছে। আপাতত এই অবস্থায় রাখুক, পরে আলোচনার মাধ্যমে কিছু ঠিক করা যাবে।’

তবে ইউক্রেন বারবার জানিয়েছে, তারা দেশের সব দখলকৃত এলাকা পুনরুদ্ধার না করা পর্যন্ত যুদ্ধ থামাবে না। এর আগে গত মাসে ট্রাম্প নিজেই বলেছিলেন, ইউক্রেন সামরিকভাবে জিততে পারে এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপসহ সব অঞ্চল পুনর্দখল করতে সক্ষম।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প আসন্ন সপ্তাহগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠক করবেন। গত সপ্তাহে তিনি হোয়াইট হাউসে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এবং বলেন, ‘যদি উভয় পক্ষ নমনীয়তা দেখায়, তবে যুদ্ধ দ্রুত শেষ করা সম্ভব।’

রোববার জেলেনস্কি ট্রাম্পকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান। তিনি পুতিনকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তুলনা করেন।

সম্প্রতি গাজায় ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এই চুক্তি ইউক্রেন যুদ্ধ থামানোর জন্যও একটি নতুন গতি এনে দিতে পারে।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট আবারও যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন। জেলেনস্কির ভাষ্যমতে, ট্রাম্প সরাসরি সম্মতি না দিলেও অস্বীকৃতিও জানাননি। ট্রাম্প পরে বলেন, যুক্তরাষ্ট্রকে নিজের জাতীয় নিরাপত্তার স্বার্থে টমাহক ক্ষেপণাস্ত্র মজুত রাখতে হবে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক, বাজেট ও মানবিক খাতে কয়েকশ’ কোটি ডলারের সহায়তা দিয়েছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সে সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন এবং ইউরোপীয় দেশগুলোকে মার্কিন অস্ত্র কিনে ইউক্রেনকে সহায়তা করার আহ্বান জানাচ্ছেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করে, ন্যাটোর সম্প্রসারণকে কারণ দেখিয়ে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইউক্রেন রাজধানী কিয়েভ রক্ষায় সফল হলেও বর্তমানে সংঘাত মূলত দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে ডনবাস অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে।

এ সম্পর্কিত খবর