ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৪
প্রকাশ: ১৫:১৮, ১ জুলাই ২০২৫ | আপডেট: ১৫:১৮, ১ জুলাই ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। সোমবার সকালে সিগাচি কেমিক্যালস কারখানায় এই বিস্ফোরণ ঘটে।
মঙ্গলবার (১ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। বিস্ফোরণের সময় কারখানাটিতে প্রায় ৯০ জন কর্মী কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের পরপরই কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে গিয়ে পড়ে এবং কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ শুরু হলে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়।
তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং জানান, বিস্ফোরণের কারণে ছাদ উড়ে যাওয়ার ফলে অনেক শ্রমিকের মরদেহ কারখানার বাইরে পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধ তৈরির এই কারখানায় বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার) এ শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দেন।
এদিকে, ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। শোক প্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল জিষ্ণু দেববর্মাও।