গাজায় যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, কিন্তু ফিলিস্তিনি অনেকেই মনে করছেন- এটা শান্তির নিশ্চয়তা দেয়নি; বরং অস্থায়ী বিরতি মাত্র। যুদ্ধবিরতি যতই ঘোষিত হোক, যারা টেবিলে নেই বা যাদের স্বার্থ উহ্য রাখা হয়েছে, তাদের অনুপস্থিতি ভবিষ্যতে নতুন ঝামলার কারণ হতে পারে।