নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৩৯, ৩০ অক্টোবর ২০২৫
প্রতীকী ছবি
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, ভর্তির জন্য আবেদনকারীর এসএসসি ও এইচএসসির সম্মিলিত সর্বনিম্ন জিপিএ ৮.৫০। তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই সীমা ৮ নির্ধারণ করা হয়েছে।
বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন নীতিমালায় সই করেছেন। নীতিমালা অনুযায়ী: প্রার্থীদের বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। একক পরীক্ষায় জিপিএ ৪-এর কম হলে আবেদন অযোগ্য। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পঠন বাধ্যতামূলক, জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০।
বিদেশি শিক্ষার্থীদের জন্য-
সরকারি মেডিকেলে: সর্বনিম্ন মোট জিপিএ ৮.৫০ এবং জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০। একক পরীক্ষায় ৪-এর কম হলে আবেদন অযোগ্য।
বেসরকারি মেডিকেলে: সর্বনিম্ন মোট জিপিএ ৭ এবং জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০। একক পরীক্ষায় ৩.৫০-এর কম হলে আবেদন বাতিল।
পিছিয়ে পড়া জনগোষ্ঠী-
সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের জন্য সর্বনিম্ন মোট জিপিএ ৮, জীববিজ্ঞানে ৩.৫০। একক পরীক্ষায় ৩.৫০-এর কম হলে আবেদন বাতিল।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে ২০২২ সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না। ‘ও’/‘এ’ লেভেল বা সমমানের বিদেশি শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নম্বরপত্র সমতাকরণ করতে হবে।