রাবি প্রতিনিধি
প্রকাশ: ২২:২৭, ২৮ অক্টোবর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি দর্পণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝুঁকিতে থাকা শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণসহ নতুন ছয়টি আবাসিক হল নির্মাণে সাড়ে তিন হাজার কোটি টাকার তিন বছর মেয়াদী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রকল্পের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উন্নয়ন প্রকল্পের বিষয়ে বলা হয়েছে, শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণসহ ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল; চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণ; ইনোভেশন হাব নির্মাণ; ক্যাম্পাসের অভ্যন্তরীন সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই উন্নয়ন প্রকল্প ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী ৩ বছরের মধ্যে বাস্তবায়িত হবে। প্রস্তাবের অন্তর্ভুক্ত হলে হোস্টেল ও ডরমিটরি নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে এবং উচ্চতর গবেষণাগারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ হলে গবেষণার ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে।
হল পুনঃনির্মাণের বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) মাঈন উদ্দিন বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ারকে এসাইন করেছি। যদি হলের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায় যে হল বসবাসের অনুপযোগী, তবে হল পরিত্যক্ত ঘোষণা করা হবে। কিন্তু যদি হলের মেরামত করে সংস্কার সম্ভব হয়, তবে সেই সিদ্ধান্তই নেওয়া হবে।’
হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত হলের রুম, মসজিদ, বারান্দা, রিডিং রুম এবং বাথরুমের বেহাল দশা। কিছুদিন পরপরই দেয়াল ও ছাদ থেকে খসে পড়ে প্লাস্টার। এতে আতঙ্কে থাকতে হয় শিক্ষার্থীদের। চলতি সপ্তাহে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেয় হল সংসদের নবনির্বাচিত সদস্যরা।