রাবি প্রতিনিধি
প্রকাশ: ২০:৩৮, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৫২, ২৬ অক্টোবর ২০২৫
ছবি: ডেইলি দর্পণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার বলেছেন, ‘সামগ্রিকভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে, বিজিত প্রার্থীদের আমাদের কার্যালয়ে আমন্ত্রণ জানাব। শিক্ষার্থীদের জন্য তাদের যে ভাবনা রয়েছে, সেগুলো আমরা শুনব এবং বাস্তবায়নে কাজ করব।’
রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথ গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
দুইটি আবাসিক হল সংস্কার করার বিষয়ে চাপ প্রয়োগের আকাঙ্ক্ষা প্রকাশ করে সালাহউদ্দিন বলেন, ‘আমাদের দুইটি আবাসিক হলের (শেরে বাংলা ও মন্নুজান) অবস্থার অবস্থা খুবই খারাপ। এখানে শিক্ষার্থীরা যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। প্রথম অধিবেশনেই আমরা প্রশাসনের কাছে এই বিষয়ে জোর দেব। তারা যেন অনতিবিলম্বে এই দুটি হলের শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তর করে, হলগুলো সংস্কার ও নতুন ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করে।’
রাকসু ছাড়াও বিপুল ভোটে সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন। তিনি সিনেট কার্যক্রমের জোরও দিয়েছেন। এ ছাড়াও রাকসুর ফান্ডের বিষয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাকসুতে ফান্ড নিয়ে অসহযোগী আচরণ চলছে। তবে আমরা চাই রাকসুর ফান্ড সম্পর্কিত তথ্য আমাদেরকে পরিষ্কারভাবে জানানো হোক। ৩৫ বছরের মধ্যে কোন খাতে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে এবং কেন খরচ করা হয়েছে—এসব বিষয়ে আমরা জবাবদিহিতা করব, ইনশাল্লাহ।’
শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কমিশনের সদস্য, হলের প্রাধ্যক্ষসহ কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।