রাবি প্রতিনিধি
প্রকাশ: ২০:৩০, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩১, ২৩ অক্টোবর ২০২৫
ছবি: ডেইলি দর্পণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এনামুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তিন দফার পরিবর্তে সভাপতির পদত্যাগের দাবি জানান।
বিভাগের সভাপতি এনামুল হক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা তা প্রত্যাখ্যান করেন এবং স্লোগান দেন— ‘এক দুই তিন চার, চেয়ারম্যান তুই গদি ছাড়’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আপস নয় সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দফা এক, দাবি এক— চেয়ারম্যানের পদত্যাগ’।
শিক্ষার্থীরা জানান, সভাপতির পদত্যাগের পর তারা তিন দফা দাবি নিয়ে নতুন সভাপতির সঙ্গে বসবেন।
চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাত জামান বলেন, ‘আজ তৃতীয় দিনের মতো আমাদের কর্মসূচি চলছে। আমাদের তিনটি দাবি ছিল, কিন্তু তা মেনে নেওয়া হয়নি। তাই আমরা আরও একটি দাবি যুক্ত করেছি— চেয়ারম্যানের পদত্যাগ। তিনি আমাদের দাবিগুলো না মেনে উল্টো বলেছেন, কেউ উস্কানি দিচ্ছে। তিনি আসার পর থেকে আমরা অনেক অনিয়ম দেখছি— উন্নয়ন ফি বাড়ানো হয়েছে, সিলেবাসের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, খেলাধুলার বাজেট বন্ধ হয়ে গেছে। কিছু কোর্সের জন্য বিশেষজ্ঞ শিক্ষক ছিলেন, তাঁদের বাদ দিয়ে নিজে পড়াচ্ছেন বা নিজের বিভাগের শিক্ষকদের নিচ্ছেন। এই স্বজনপ্রীতির বিরুদ্ধে আমরা কথা বলছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণ শাটডাউন চলবে।’
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এনামুল হক বলেন, ‘শিক্ষার্থীদের পূর্বের দাবিগুলো নিয়ে আমি উপাচার্যের কাছে গিয়েছি। তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তবে বিষয়গুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। সাবজেক্ট কোডের বিষয়টি পিএসসি ও ইউজিসির এখতিয়ারভুক্ত— এখানে চাইলেই চেয়ারম্যান বা উপাচার্য কিছু করতে পারেন না। শিক্ষার্থীরা চেয়ারম্যানের পদত্যাগের যে দাবি তুলেছে, তা সম্পূর্ণ অযৌক্তিক।’