রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৩:১৭, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:২৫, ১৬ অক্টোবর ২০২৫
ছবি: ডেইলি দর্পণ
দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকাল চারটা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
আইন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী লাবীব জানান, ‘সকাল থেকে আসলে ভোটের পরিবেশ বেশ জমজমাট লক্ষ্য করছি। নবীন শিক্ষার্থীদের ভোটাধিকার একটা বড় প্রভাব ফেলবে। অধিকার সচেতনতা আমাদের মধ্যে বাড়বে। নির্বাচনে যেই জয়ী হোক না কেন আমি চাই সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়াগুলো যেন পূরণ হয়।’
ইতিহাস বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী নাহিদ জানান, ‘রাকসুতে উৎসবমূখর পরিবেশ দেখছি ভালো লাগছে। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি। আমি চাই রাকসু বার বার ফিরে আসুক।’
ভোটগ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রেণে কাজ করছে দুই হাজারের বেশি পুলিশ, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব। রাকসু নির্বাচনে ১০টি প্যানেল ও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন।
রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন, প্রতিটি হল সংসদের ১৫টি করে পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটার ৪৩টি পদে ভোট দিতে সময় পাবেন ১০ মিনিট। অর্থাৎ একজন ভোটার একটি ভোট দিতে প্রায় ১৪ সেকেন্ডে সময় পাবেন।
রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়াই করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন ও ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন।
উল্লেখ্য, সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। এ পর্যন্ত ৬ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।