ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২২ অগ্রাহায়ণ ১৪৩২

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৭:৫২, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:০১, ১২ নভেম্বর ২০২৫

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: ডেইলি দর্পণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাদশা, সহ-সভাপতি আতিকুল ইসলাম দুলাল, সহ-সভাপতি সালাউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, কোষাধ্যক্ষ বাবুল মুফতি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম আলামিন এবং কার্যকরী সদস্য অ্যাডভোকেট আলমাস মিয়া, গোলাম নবী খোকন, আব্দুল লতিফ মিয়াজি ও কালবেলা প্রতিনিধি মমিনুল ইসলাম।

সভাপতি ফারুক হোসেন বলেন, ‘মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব হচ্ছে উপজেলার সাংবাদিকদের ঐক্যের প্রতীক। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্লাবের সার্বিক অগ্রগতি ও সুনাম রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের ইতিবাচক চিত্র তুলে ধরাই আমাদের প্রধান দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব আমাদের গৌরবের প্রতিষ্ঠান। আমরা চাই সাংবাদিকরা তাদের নৈতিকতা, সততা ও পেশাদারিত্ব দিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলুক।’

সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক বলেন, ‘একটি শক্তিশালী প্রেসক্লাব গঠনে ঐক্যই আমাদের মূল শক্তি। মতলব উত্তরের সাংবাদিকরা সর্বদা জনগণের পক্ষে কথা বলবে—এই প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

সভায় প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন, সদস্যদের কল্যাণমূলক তহবিল গঠন, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেসক্লাবকে আরও গতিশীল ও আধুনিকভাবে পরিচালনার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্তও গৃহীত হয়।

সভা শেষে সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও আলোচনার মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।

এ সম্পর্কিত খবর