ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিএনপি নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫৯, ৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৫২, ৬ নভেম্বর ২০২৫

বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বিএনপি নেতার মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ ইউনুস সিকদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আনোয়ার প্রজেক্ট সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউনুস সিকদার সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়া গ্রামের বাসিন্দা ও মো. কাশেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি তিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রঙ্গিখালী এলাকায় পথচারীরা সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। তার পরনে ছিল শুধু একটি ফুল প্যান্ট, শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে টেকনাফ থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, ইউনুস সিকদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতেন। তবে তিনি কেন এবং কার আমন্ত্রণে রঙ্গিখালী এলাকায় গিয়েছিলেন, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানাতে পারেননি। তারা দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

টেকনাফ থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি, তবে তদন্ত চলছে।

এদিকে, ইউনুস সিকদারের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও রহস্যজনক মৃত্যু।’ 

তিনি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর