ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২২ অগ্রাহায়ণ ১৪৩২

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১

সাভার প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩০, ২৭ অক্টোবর ২০২৫

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১

ছবি: ডেইলি দর্পণ

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীর নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব গণমাধ্যমকে জানান, ‘তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে রাতে খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের আগে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। কিন্তু একপর্যায়ে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে মারধর করলে সংঘর্ষ বাধে।’

তিনি আরও বলেন, ‘সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ সম্পর্কিত খবর